আজকাল ওয়েবডেস্ক: পাকা চুল অনেকেরই না পসন্দ। তাই চুলের গোড়ায় ন্যূনতম সাদা রং উঁকি দিলেই তাঁরা কলপ করতে বসেন। এখন তো আবার নতুন প্রজন্মের অনেকের কাছে বাহারি রং স্টাইল স্টেটমেন্ট। এক এক সময় এক এক রকমের রঙে তাঁরা রাঙিয়ে নেন চুল। কিন্তু জানেন কি চুলের রং বা ডাই কতটা ক্ষতিকর হতে পারে? শুধু চুলের জন্যই নয়, সামগ্রিক ভাবেই শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে চুলের কলপ। কারণ এই ধরনের রঙে থাকে এমন সব রাসায়নিক যা খুবই ক্ষতিকর। দেখে নিন -

চুলের ক্ষতি:
 * অ্যামোনিয়া: চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়, যার ফলে চুল শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়।
 * হাইড্রোজেন পারক্সাইড: চুলের প্রোটিনের গঠন ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যায়।

মাথার ত্বকের সমস্যা:
 * প্যারাফেনিলেনডিয়ামিন : এটি একটি সাধারণ অ্যালার্জেন, যা মাথার ত্বকে অ্যালার্জি, চুলকানি, জ্বালা এবং ফুসকুড়ি সৃষ্টি করতে পারে।
 * রেসোরসিনল: এটিও অ্যালার্জি সৃষ্টি করতে পারে এবং মাথার ত্বক শুষ্ক করে খুশকির সমস্যা তৈরি করে।

অন্যান্য স্বাস্থ্য সমস্যা:
 * অ্যামোনিয়া ও হাইড্রোজেন পারক্সাইড: এই রাসায়নিক পদার্থগুলি শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা তৈরি করতে পারে।
 * কিছু গবেষণায় দেখা গিয়েছে, কিছু রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
 * ডায়ামিনোসেল সালফেট ও প্যারা-ফেনিল্যান্ডামাইন: এই রাসায়নিক পদার্থগুলি হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে।