আজকাল ওয়েবডেস্ক: এভাবেও শিরোনামে আসা যায়। ভাগ্যে থাকলে কী না হয়। অন্তত এমনটাই ঘটেছে মার্কিন ক্রীড়াবিদ ক্রিস রবিনসনের সঙ্গে। গত সপ্তাহেই অদ্ভুত একটি ঘটনা ঘটে তাঁর সঙ্গে। হার্ডল দৌড়ে দৌড়তে গিয়ে শর্টস এর ভেতর থেকে বেরিয়ে পড়ে তাঁর গোপনাঙ্গ। সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছিল ইভেন্টটি। কাজেই গোপন কথাটি আর গোপন রয়নি।
পোশাকের এই দুর্দশা এক হাতে ঢাকতে ঢাকতেই দৌড় চালিয়ে যান ক্রিস। এমনকী সেই অবস্থাতেই রেস জিতেও যান তিনি। মাত্র ৪৮ সেকেন্ডে রেস শেষ করেন। যা ব্যক্তিগত ভাবে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স। গোটা বিষয়টি তুমুল ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। কিন্তু সেদিন যে কারণে বিব্রত হতে হয়েছিল, সেই বিষয়টিই যে এমন ভাগ্যের দরজা খুলে দেবে তা হয়তো ক্রিস নিজেও ভাবেননি।
ভাইরাল হয়ে যাওয়ার পরেই ক্রিসের সঙ্গে যোগাযোগ করে পুরুষদের অন্তর্বাস তৈরির ব্র্যান্ড সাইনেস্টি। তাঁরা বর্তমানে বড় মাপের বিশেষ অন্তর্বাস তৈরি করে। নাম ‘ম্যাগনাম পাউচ বল হ্যামক’। এই অন্তর্বাস গড়পড়তা জাঙ্গিয়ার চেয়ে ৪৭ শতাংশ বড়। আর এই অন্তর্বাসের প্রচারের জন্যেই মডেল হিসাবে ক্রিসকে নিয়োগ করতে চায় ব্র্যান্ডটি। ক্রিস বিষয়টি বিবেচনা করছেন বলেও জানা গিয়েছে। এছাড়া ক্রকতোয়া নামের একটি স্পোর্টসওয়ার ব্র্যান্ডও মডেলিং-এর জন্য ক্রিসের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর।
