আজকাল ওয়েবডেস্ক: একুশে আইন বোধহয় একেই বলে। অফিসে আয়না দেখা মানা, এমনকী জলখাবার খেলেও দিতে হবে মোটা জরিমানা! চীনের এক বৃহৎ সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার তৈরি এমন সব আজব নিয়ম প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া। 

মে মাসে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের কাজের সময়ের মধ্যে আয়না দেখা বা জলখাবার খাওয়ার জন্য জরিমানা করা হবে। এছাড়াও, কর্মীদের দিনে ছয়বার হাজিরা দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে ওভারটাইম কাজ করতে হবে। এখানেই শেষ নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, যাঁরা এই নিয়মের সঙ্গে একমত নন, তাঁরা পদত্যাগ করতে পারেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত সংস্থার নাম ‘ম্যান ওয়াহ হোল্ডিংস’। এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সংস্থা। সংস্থাটি সোফা, ম্যাট্রেস এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করে। সংস্থাটিতে প্রায় ২৭,০০০ কর্মচারী রয়েছেন। লিউ নামের এক উচ্চপদস্থ কর্মকর্তা চ্যাটের স্ক্রিনশট ফাঁস হওয়ার পরেই প্রকাশ্যে এসেছে বিষয়টি।

নিয়ম অনুযায়ী, কর্মক্ষেত্রে কাউকে গেম খেলতে দেখা গেলে তাকে বরখাস্ত করা হবে। জলখাবার খেতে দেখা গেলে ম্যানেজারদের ২০০০ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা), সুপারভাইজারদের ১০০০ ইউয়ান (প্রায় ১২,০০০ টাকা) এবং সহকারী ম্যানেজারদের ৫০০ ইউয়ান (প্রায় ৬,০০০ টাকা) জরিমানা করা হবে।
যেসব কর্মচারী তিনবারের বেশি কারণ ছাড়াই ডেস্ক ছেড়ে যাবেন, তাঁদের বেতন থেকে ২০০০ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা) কাটা হবে। এমনকী কাজ শেষে কম্পিউটার বন্ধ না করলেও ১০০ ইউয়ান জরিমানা হবে। কাজ দেশের পর চেয়ার ভেতরে ঠেলে রাখতে হবে, অন্যথায় আবার জরিমানা করা হবে।