আজকাল ওয়েবডেস্ক: বান্ধবীর ফোন হাতে পেয়েই কী দেখে মেয়েরা? চ্যাট? গোপন প্রেম? নতুন ক্রাশের ছবি? আসলে বাস্তবটা একেবারেই আলাদা। সম্প্রতি এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো অজানা-অচেনা ব্যবহারের ধরন নিয়ে একটি অনানুষ্ঠানিক সমীক্ষা দেখা গেছে, বেশির ভাগ তরুণী বান্ধবীর ফোনে ঢুকেই যেটা প্রথমে দেখতে শুরু করে, সেটা হল—রান্নার ভিডিও!
হ্যাঁ, ঠিকই পড়ছেন। শতকরা ৬৩% মেয়ে জানায়, বান্ধবীর ফোনে ঢুকলেই তারা গিয়ে পড়ে “Saved Reels” বা ইউটিউব হিস্ট্রিতে। আর সেখানেই থাকে— ঝাল মশলাদার চিকেন রোস্ট, পাঁচ মিনিটে চকোলেট কেক, বা ‘কোন মাসে কোন মশলা খাওয়া উচিত’ ধরনের ভিডিও। এই ট্রেন্ড এতটাই স্পষ্ট যে কিছু কনটেন্ট ক্রিয়েটর এখন মেয়েদের জন্য রেসিপি ভিডিও বানানোর সময় ক্যাপশনে লেখেই দেন: “তোমার বান্ধবী এটা দেখেই শেখে!”
সমীক্ষায় আরও মজার তথ্য? তরুণীরা যখন বলে, “তোকে একটা ভিডিও দেখাই”— বেশির ভাগ সময়েই সেটা রিল নয়, রেসিপি! তাহলে প্রেম, পুরুষ আর প্রাইভেট চ্যাটের চেয়ে বড় গোপন রহস্য এখন রান্নাঘর? সম্ভবত হ্যাঁ।
