আজকাল ওয়েবডেস্ক: মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক একটা বিশেষ ধরনের রাজনীতি। ব্যক্তিগত সম্পর্কের রাজনীতি। সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ-রস-গন্ধ সবই পাল্টায়। একসময় নারী পুরুষের সম্পর্ক মানেই ছিল দাম্পত্যের আকাঙ্ক্ষা। এখন সে যুগ গিয়েছে। এই পরিবর্তিত সময়ে বদলে যাচ্ছে সম্পর্কের নামও। অনলাইন ডেটিং-এর যুগে বিভিন্ন ধরনের সম্পর্কে নাম লেখাচ্ছেন নতুন প্রজন্মের যুবক যুবতীরা। কেমন সেসব ট্রেন্ড? আসুন জেনে নেওয়া যাক এক ঝলকে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

শ্রেকিং
শ্রেক এক প্রখ্যাত কার্টুন চরিত্র। সবুজ রঙের সেই দৈত্য নিজের বুদ্ধিমত্তা এবং সততার জোরে রাজকুমারী ফিওনার মন জয় করে। এই চরিত্রটির থেকেই অনুপ্রাণিত হয়েছে নতুন এই প্রেমের ধারাটি। বর্তমানে ‘শ্রেকিং’ বলতে বোঝায় নিজের থেকে তথাকথিত কম সুন্দর একজন সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আধুনিক প্রজন্মের একাংশের মতে, এর ফলে যিনি তথাকথিতভাবে কম সুন্দর তিনি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান না। ফলে দীর্ঘস্থায়ী হয় দাম্পত্য। যদিও বিষয়টি মারাত্মকভাবে বিতর্কিত। সৌন্দর্যের প্রকৃত সংজ্ঞা কী? কে ঠিক করে দেবে সেই মাপকাঠি? মানুষের মনকে কি এত সহজে বেঁধে রাখা যায়? এই ধরনের নানা প্রশ্ন রয়েছে এই ট্রেন্ডকে ঘিরে।

পকেটিং
অনেকেই মনে করেন সম্পর্ক একেবারেই ব্যক্তিগত একটি ব্যাপার। প্রকাশ্যে তার উদযাপন না করলেও চলে। বরং অনেক সময় অতিরিক্ত ঢাক-ঢোল পেটানোর কারণে ভেঙে যেতে পারে সম্পর্ক। আধুনিক প্রজন্মের অনেকেই তাই সামাজিক মাধ্যম কিংবা পরিবারের থেকে লুকিয়ে রাখেন সম্পর্কের কথা। অর্থাৎ দু’জন সম্পর্কে আছেন, কিন্তু বাইরের কেউ তো জানেন না। ঠিক যেমনভাবে পকেটে রাখা কোনও জিনিস বাইরের থেকে আঁচ করা যায় না, এই সম্পর্ক ঠিক তেমন।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

মাঙ্কি বারিং
ঠিক যেমন ভাবে হনুমান এক ডাল থেকে অন্য ডালে লাফ দেয়। আজকাল অনেকেই তেমনভাবে এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে চলে যান চোখের নিমেষে। কেউ কেউ তো আবার একটি সম্পর্কে থাকার মাঝেই অন্য সম্পর্কের খোঁজ করেন। একেই বলে ‘মাঙ্কি বারিং’।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

জম্বিইং
যাঁরা আধুনিক প্রজন্মের বিভিন্ন পরিভাষা নিয়ে অল্প বিস্তার অবগত, তাঁদের অনেকেই ‘ঘোস্টিং’ শব্দটি চেনেন। সম্পর্কের ক্ষেত্রে এই শব্দটির অর্থ হল, আচমকা কিছু না বলে-কয়ে গায়েব হয়ে যাওয়া। ‘জম্বিইং’ তারই পরবর্তী ধাপ। এক্ষেত্রে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা আবারও হঠাৎ করেই ফিরে আসেন জীবনে। এসেই এমন ভাব করেন যেন মাঝে কোনও ঘটনাই ঘটেনি। সব কিছু আগের মতো আছে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

কুকি-জারিং
আজকাল অনেকেই একই সঙ্গে একাধিক সম্পর্কে থাকেন। বিষয়টি কিছুটা বহুগামিতার মতো। কিন্তু বহুগামিতা এবং ‘কুকি-জারিং’-এর পার্থক্য হল, দ্বিতীয় প্রবণতাটি স্বেচ্ছায় নয়, আসে নিরাপত্তাহীনতা থেকে। অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ভয়ে ভয়ে থাকেন যে তাঁর বর্তমান সম্পর্কটি হয়তো ভেঙে যেতে পারে। সেই জন্য দ্বিতীয় একটি বিকল্প প্রস্তুত রাখার নামই ‘কুকি-জারিং’।