আজকাল ওয়েবডেস্ক: রবিবার (২৪ অগাস্ট, ২০২৫) বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেতু মেরামতের জন‍্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর স্টে ও ডাউন কেবিল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ হবে। কাজের দায়িত্বে হুগলি রিভার্স ব্রিজ় কমিশনার্স বা এইচআরবিসি কর্তৃপক্ষ। রবিবার ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সম্পূর্ণরূপে যানচলাচল বন্ধ থাকবে। 

এছাড়াও, সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ রয়েছে। কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর-এর জন্য ওই বিম বসানোর কাজের জন্য ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

হাওড়া এবং কলকাতাকে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু যাতায়াতের অ‍ন‍্যতম প্রাণকেন্দ্র। রবিবার বিদ‍্যাসাগর সেতুর পরিবর্তে কোন পথে যান চলাচল করবে? 

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে যে পথে চলাচল করতে হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিকল্প রুট: 

১. জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট  রোড থেকে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে কে.পি. রোডের দিকে যেতে হবে।

২. জে এন্ড এন আইল্যান্ডের দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত চলাচল করতে হবে।

৩.খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে -স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে।

এর আগে গত সপ্তাহে সংস্কারের কাজের জন্য সেতু বন্ধ রাখার কথা ঘোষণা করেও পরে তা বাতিল করেছিল পুলিশ।

আরও পড়ুন- দীর্ঘদিনের চেনা জায়গায়ও হেনস্থা, তিন দিন মন্দিরে লুকিয়ে বাড়ি ফিরলেন বাংলার এই পরিযায়ী শ্রমিক

আরও পড়ুন- খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না, এই জেলাগুলিতে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা ...