আজকাল ওয়েবডেস্ক: হেরিটেজ ট্যুরিজম স্পট অর্থাৎ ঐতিহ্যবাহী পর্যটন গন্তব্য হিসেবে বাংলা তালিকার শীর্ষে। স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার বিধানসভায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ, ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিজের জমানায় মমতা বারবার পর্যটন বিভাগ উন্নয়নে জোর দিয়েছেন।
একাধিক খাতে নতুন নতুন উদ্যোগ নিয়েছেন। ঢেলে সাজিয়েছেন রাজ্যের বহু জায়গা। এদিন বিধানসভায় মমতা বলেন, ইউনেস্কো বাংলাকে হেরিটেজ পর্যটনের জন্য একটি শীর্ষ গন্তব্য হিসাবে ঘোষণা করেছে। আমরা ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছি। আমরা দক্ষিণেশ্বর মন্দির এবং কালীঘাট মন্দিরের মতো কিছু আইকনিক উপাসনালয়ের উন্নয়ন করে ধর্মীয় পর্যটনের উপরও জোর দিচ্ছি। আমাদের পাহাড়, বন এবং সুন্দরবন রয়েছে। আমরা প্রতিটি জায়গার অনন্য বৈশিষ্ট্য তুলে ধরছি। পর্যটন স্থানগুলিতে হাজার হাজার হোটেলও তৈরি হয়েছে। দীঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেটিও দ্রুত নির্মানকার্য শেষের পর খুলে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্য ধর্মীয়, ঐতিহ্য এবং চা পর্যটনের খাতে বরাবর বড় সিদ্ধান্ত এবং নয়া উদ্যোগ নিয়েছে বলেও জানান মমতা। সঙ্গেই বলেন, পর্যটনের খাতে লক্ষ-লক্ষ কর্মসংস্থান হয়েছে বাংলায়। রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, রাজ্যে ২৪৮৯টি হোমস্টে তৈরি হয়েছে, এর ৬৫ শতাংশ উত্তরবঙ্গেই বলে জানিয়েছেন মন্ত্রী। আন্তর্জাতিক পর্যটনে বাংলার হোম-ট্যুরিজমের জনপ্রিয়তা বর্তমানে তুমুল।
