আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের জন্য সুখবর। এবার জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি দু’টি মেট্রো পরিষেবা চালু করতে চলেছে মেট্রো। আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে (সোমবার থেকে শুক্রবার) এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে, কলকাতা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই দুটি সরাসরি পরিষেবাই নোয়াপাড়া হয়ে চলবে। প্রথম মেট্রোটি জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৯টা ৩৬ মিনিটে। দ্বিতীয় পরিষেবাটি রাত ৯টায় একই রুটে চলবে।

এয়ারপোর্ট ও দক্ষিণ-পূর্ব শহরতলির মধ্যে যাতায়াত আরও সহজ ও কম সময়ে যাতায়াত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অফিসযাত্রী, বিমানযাত্রী এবং দৈনন্দিন যাত্রীদের জন্য এই নতুন সরাসরি পরিষেবা বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে।