দেশের মধ্যে শুধু নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে প্রতারণা চক্রের জাল। কলকাতা পুলিশের নজরে এসেছে বাংলাদেশ যোগ! আর সেই সূত্র ধরেই রাজ্যে এবার সাইবার অপরাধ দমনে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার শাখা। ভুয়ো ও প্রতারণামূলক কল সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের মানুষকে ঠকানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে কলকাতার সাইবার পুলিশ।

মামলা নং ৫৩/২৫ অনুযায়ী, এই চক্রের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৬(সি)/৬৬(ডি) এবং ভারতীয় দণ্ডবিধি (BNS), ২০২৩-এর ধারা ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩৩৬(২)/৩৩৬(৩)/৩৩৮/৩৪০(২) অনুসারে মামলা দায়ের হয়েছে বলে লালবাজার পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ নাগাদ অভিযুক্তরা একটি ভুয়ো ও প্রতারণামূলক কল সেন্টারের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত। তারা নিজেদের মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভারতের বিভিন্ন প্রান্তের নাগরিক এবং বাংলাদেশের একাধিক ব্যক্তিকে ফোন করে প্রলোভন দেখাত। কখনও ভুয়ো বিবাহের প্রতিশ্রুতি, আবার কখনও যৌন সম্পর্কে আনন্দের লোভ দেখিয়ে প্রতারণা চালাত এই চক্র।

তদন্তে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ভুয়ো স্ক্রিনশট, জাল পেমেন্ট রসিদ, অনলাইন লেনদেনের মিথ্যা প্রমাণপত্র এবং প্রতারণামূলক ওয়েবসাইটের ছবি পাঠিয়ে মানুষকে ফাঁদে ফেলা হোতো। পরে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত তাঁরা।

এই মামলায় গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত, রাজু পাত্র (২৬), পিতা স্বরূপ পাত্র, বাসিন্দা গল্ফগ্রিন, বিক্রমগড় থানা, কলকাতা; এবং কুশল দাস (৩২), পিতা নবকুমার দাস, উদয়নারায়নপুর থানা, জংকা, হাওড়া এলাকার বাসিন্দা।

কলকাতা পুলিশের একটি বিশেষ টিম গতকাল পৌনে ১২টা নাগাদ তাঁদের নিজেপ বাড়ি থেকেই গ্রেপ্তার করে। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ছ’টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ। যা দিয়ে তাঁরা প্রতারণার কাজ চালাত বলে সন্দেহ করা হচ্ছে।

লালবাজার পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে নিশ্চিত হাওয়া গিয়েছে যে, এরা একটি সুপরিকল্পিত প্রতারণা চক্রের অংশ। অনলাইন লেনদেনের মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অনুমান করছে পুলিশ।

বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। সাইবার পুলিশ সূত্রে খবর, এই চক্রের আরও কয়েকজন সদস্য দেশের বাইরেও ছড়িয়ে থাকতে পারে। তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনে আন্তর্জাতিক সাইবার সংস্থার সহায়তা নেওয়া হতে পারে।