আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের সভা শেষের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। সভা শেষের সঙ্গে সঙ্গেই তাদের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। সেই সময়ই হঠাৎ খবর পাওয়া যায় যে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও। আজকাল ডট ইনের তরফে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, মদন মিত্র সুস্থ আছেন। একের পর এক অ্যাম্বুল্যান্স ঢোকে এসএসকেএমে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তৃণমূল সাংসদদের।
সাংসদ কীর্তি আজাদ আজকাল ডট ইনকে বলেন, আমার কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স চলছে। ফলে, সোমবার আমার শরীরে একটু জলের অভাব বা ডিহাইড্রেশন হয়। বেলা ৩টে নাগাদ শরীর খারাপ লাগায় আমায় অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে ওআরএস দেওয়া হয়। কিছুক্ষণ বাদেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়’। রোদ থেকে শরীর খারাপ হল কিনা জানতে চাওয়া হলে কীর্তি জানান, ‘আমি সারাজীবন ক্রিকেট খেলে এসেছি। রোদটা আমার কাছে কোনও সমস্যা নয়’।
অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের কথায়, ‘এত রোদ, গরমে খুব অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল আমার। এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। দলের সদস্যরা বুঝতে পেরে জল দেন, কিছুতেই শারীরিক পরিস্থিতি ঠিক হচ্ছিল না। তাই বাড়িতে চলে আসি। এখন একটু সুস্থ লাগছে। আমার সঙ্গে শত্রুঘ্ন সিনহাও ছিলেন। ওঁকেও খুব অসুস্থ অবস্থায় দেখলাম। দলের সদস্যরা আছেন ওঁর সঙ্গে’। তবে বর্তমানে সকলেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে প্রায় প্রত্যেক বছর বৃষ্টি হলেও এদিন ছিল খটখটে রোদ।
আবহাওয়া প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, ‘এই বছর রোদের অর্থ সূর্যদেবের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে’। এদিন শহিদ দিবসের মঞ্চ থেকেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের ঢাক বাজিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুঝিয়ে দেন, এই নির্বাচনে একদিকে যেমন থাকবে বাংলা ভাষাভাষীদের উপর ভিন রাজ্যে অত্যাচারের অভিযোগ সেইসঙ্গে থাকবে রাজ্যে নেওয়া তাঁর সরকারের যে ৯৪টি সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পগুলি নিয়ে কর্মীদের নিবিড় প্রচার।
আগামী ২৭ জুলাই থেকেই গোটা রাজ্যে এই নিয়ে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন মমতা। লক্ষনীয়, এদিনের বক্তব্যে বামেদের সমালোচনা করলেও মমতা বুঝিয়ে দিয়েছেন রাজ্যে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপি। বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে দলীয় সাংসদদের দিল্লিতে লোকসভা চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসার নির্দেশ দেন মমতা। আহ্বান জানান ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের লোকজনকেও এবিষয়ে এগিয়ে আসতে। মমতার কথায়, 'দেশে একটা সুপার এমার্জেন্সি চলছে।'
