আজকাল ওয়েবডেস্ক: স্কুলের হস্টেলে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগের তীর স্কুলের শিক্ষকের দিকে। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, হরিদেবপুরের ওই হস্টেলের পড়ুয়াদের অভিভাবকরা রবিবার তাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তখনই নাবালিকা পড়ুয়ারা অভিভাবকদের কাছে অভিযোগ জানায়। তারপরেই ওই অভিভাবক হস্টেল কর্তৃপক্ষকে জানালে, হস্টেলের তরফ থেকে থানায় অভিযগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের সেন্ট পল্স চার্চে। ওই চার্চেই রয়েছে একটি মেয়েদের হস্টেল। পুলিশ জানিয়েছে, ওই হস্টেলের পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিয়া বলে একজন, তার স্বামী সুপ্রভাত দলুইয়ের দিকে অভিযোগের তীর। এছাড়া ওই হস্টেলের ইংরেজি শিক্ষক বিশ্বনাথ শীল এবং ওই হস্টেলের সংগে যুক্ত শোভন মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ। পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছে।
ওই তিনজনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পড়ুয়াদের অভিভাবকরা হস্টেল কর্তৃপক্ষকে জানানোর পর, চার্চের ফাদার দীপেন্দু প্রামাণিক পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ হস্টেলের পরিচালনার দায়িত্বে থাকা ওই মহিলাকে আটক করেছে বলে জানা গিয়েছে
