আজকাল ওয়েবডেস্ক: এক মামলার শুনানিতে, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কিশোরীদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে যেমন কিশোরের সম্মান জানানো উচিত। তেমনই মন্তব্য করেছিল, কিশোরীদের যৌন সংযম প্রসঙ্গে। কলকাতা উচ্চ আদালত জানিয়েছিল, সাময়িক সুখের কারণে যৌন নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। ক্ষনিকের আনন্দে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ছিল হাই কোর্টের। উচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে বিস্তর বিতর্কও হয়।
হাই কোর্টের এই রায়ে, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দেশের শীর্ষ আদালত, এদিনের শুনানিতে হাইকোর্টের ওই মন্তব্য বাতিল করে দিল শীর্ষ আদালত।
কিশোরীকে সম্পর্কে থাকাক্লীন ধর্ষণের অভিযোগে যুবককে ২০ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। পকসো আইনে এই সাজা দেওয়া হয়। হাইকোর্ট ওই সাজা বাতিল করে দিলেও, এদিন সুপ্রিম কোর্ট রায়ে নিম্ন আদালতের রায়কেই বহাল রেখেছে। অর্থাৎ খারিজ হয়ে গেল উচ্চ আদালতের নির্দেশ। কিশোর-কিশোরীদের মামলা আদালতকে সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এদিন বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দেয়।
