আজকাল ওয়েবডেস্ক: পুজোর তিন দিন অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। দর্শনার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন গভীর রাতে ট্রেনগুলি চলবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, বধর্মান মেন, কর্ড, ব্যান্ডেল ও শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মধ্যে সারারাত চলবে ১০টি ট্রেন। আবার শিয়ালদহ ডিভিশনে রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, বনগাঁ, ডানকুনি, বারুইপুর ও বজবজ লোকাল চলবে গভীর রাতেও। হাওড়া থেকে বর্ধমানের (মেন) ট্রেনটি ছাড়বে রাত ১২.৪৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়া আসার ট্রেনটি ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। হাওড়া থেকে কর্ডের ট্রেনটি ছাড়বে রাত ১.১৫ মিনিটে। সেখান থেকে হাওড়ার ট্রেন ছাড়ার সময় রাত সাড়ে ১০টা। হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেনটি ছাড়বে রাত ১টায়। ব্যান্ডেল থেকে হাওড়ার ট্রেন ছাড়বে রাত ১১.৩০ মিনিটে। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে। তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। হাওড়া থেকে আরও একটি ট্রেন রাত ১.৫০ মিনিটে মেন লাইন দিয়ে বর্ধমান যাবে।
শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে রানাঘাটের শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। সেখান থেকে রাত ১১.৪৫ ও রাত ২.৩০ মিনিটে ছাড়বে শিয়ালদহ লোকাল। শিয়ালদহ থেকে কল্যাণী লোকাল ছাড়বে রাত ১.৩০ মিনিটে। কল্যাণী থেকে ২.৫০ মিনিটে ছাড়বে শিয়ালদহের ট্রেন। রানাঘাট থেকে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে কৃষ্ণনগর লোকাল। শিয়ালদহ থেকে বনগাঁর শেষ ট্রেনটি ছাড়বে রাত ১.২০ মিনিটে ও বনগাঁ থেকে ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে শেষ ডানকুনি লোকাল ছাড়বে রাত ১১.৩০ মিনিটে। আর ডানকুনি থেকে ছাড়বে রাত ১২.১৫ মিনিটে। এছাড়া বারুইপুর থেকে শিয়ালদহ ও বজবজ থেকে শিয়ালদহে চলবে পাঁচটি বিশেষ ট্রেন।
