আজকাল ওয়েবডেস্ক: চলতি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দিন বিশেষ ট্রেন চালানোর কথা জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার ইডেনে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার। ফাইনালে জায়গা করে নিতে মরিয়া দুই দলই।

মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় ম্যাচের পরে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাত ১০.৪৫ নাগাদ এসপ্ল্যানেড স্টেশন থেকে একটি ট্রেন রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অপর ট্রেনটি রওনা দেবে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে। দুটি ট্রেনই মাঝের সমস্ত স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।