গোপাল সাহা: গত ৪ নভেম্বর সপ্তাহের শুরুতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি। এই প্রক্রিয়ার প্রথম দিকে কিছুটা মন্থর গতিতে কাজ হলেও, আজ ১৫ নভেম্বর পর্যন্ত এই ১২ দিনে রাজ্যের প্রায় ৯৮.৫০% এনুমারেশন ফর্ম বিতরণ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে রাজ্যের জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর। মোট ফর্ম বিতরণ সম্পূর্ণ হয়েছে ৭ কোটি ৫০ লক্ষ।

প্রথম দিনের তুলনায় এখন কাজের গতি বহুগুণে বেড়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুরুতে অর্থাৎ প্রথম দিনে ফর্ম বিতরণের হার কম থাকলেও, ধীরে ধীরে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা মেনে অধিকাংশ জেলায় ফর্ম বিতরণ কার্য প্রায় শেষের পথে।

উল্লেখ্য, আজ ১২ দিনের মাথায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশনের ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে এদিন উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশন সহ একাধিক আধিকারিকরা এবং একই সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিভিন্ন জেলার DEO আধিকারিকরা। 

সূত্রের খবর, আজকের এই বৈঠক ছিল অতীব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জেলাগুলি কিংবা শহর কলকাতায় এনুমারেসন ফর্ম বিতরণ নিয়ে সমস্যা তৈরি হয়েছে কিংবা জটিলতা এবং পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় 'বিএলও'দের বিক্ষোভ ও শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে ভোটারদের অনুপস্থিতি, সে বিষয়ে কোন পদ অবলম্বন হবে এবং কীভাবে আগামিকালের মধ্যে সমস্ত ফর্ম বিতরণ সম্পূর্ণ হবে সেই নিয়ে নির্দেশিকা এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হয় এই বৈঠকে। সূত্রের খবর, আজকের এই বৈঠকে আগামী দিনে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পূর্ণ করতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একাধিক নির্দেশ জারি করা হয়েছে।

BLO ঐক্য মঞ্চে'র মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে অভিযোগ ও বৈঠক

পাশাপাশি আজ, 'বিএলও' ঐক্য মঞ্চের একাধিক আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সঙ্গে দেখা করেন এবং তাঁদের দাবিদাওয়া জানান। 'BLO ঐক্য মঞ্চে'র সাধারণ সম্পাদক এ বিষয়ে জানিয়েছেন, পূর্ণ সহযোগিতা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। তিনি জানিয়েছেন 'বিএলও' দের সমস্ত সমস্যা খতিয়ে দেখা হবে, এবং তাঁদের কোনওরকম সমস্যা হলে সে বিষয়ে নজর রাখা হবে। তবে বুথ লেভেল অফিসাররা (BLO) আধিকারিকরা যেন কোনও কাজে গাফিলতি না করেন এবং নির্দেশিকা মেনে যেন কাজ সম্পন্ন করেন।

কঠোর নির্দেশ নির্বাচন দপ্তরের

CEO দপ্তরের তরফে পূর্বেই একাধিক নির্দেশ জারি করা হয়েছে যাতে প্রতিটি বিএলও আধিকারিক এবং বিএলএ নিয়ম মেনে ও সততার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেন। নির্বাচন দপ্তর স্পষ্ট করে জানিয়েছে—

> “ফর্ম বিতরণে কোনওরকম গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ফলে, বুথস্তরে কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি নির্বাচন কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতারও উল্লেখযোগ্য ভাবে উন্নতি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর।

CEO দপ্তরের বার্তা

রাজ্যের জাতীয় নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গেছে— SIR প্রক্রিয়ায় BLO ও BLA কোনও বৈধ ভোটারকে কোনও অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আগামিকাল রবিবারের ১৬ নভেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম বিতরণ সম্পূর্ণ করতে হবে এবং আগামী ১০ দিনের মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করতে হবে। নির্বাচনী মহল মনে করছে, এই গতিতে কাজ চলতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিতরণ এবং তথ্য যাচাই সম্পূর্ণ করা সম্ভব হবে।

নাগরিকদের সহযোগিতায় উন্মুক্ত দরজা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সাধারণ মানুষদের সহায়তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে। ফর্ম পূরণের ক্ষেত্রে অনেক নাগরিক সরাসরি CEO দপ্তরে এসে সহযোগিতা পাচ্ছেন। দপ্তরের আধিকারিকরাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন যাতে কোনও ভোটার ফর্ম পূরণে সমস্যায় না পড়েন। পাশাপাশি রাখা হয়েছে হেল্প ডেস্ক। ফোন কলের মাধ্যমে সহযোগিতার জন্য, এবং প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে ফোন কল আসছে সহযোগিতার আশায়। এই উদ্যোগের ফলে ভোটারদের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি সঠিক তথ্যভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজও আরও নির্ভুল হচ্ছে বলে মনে করছে নির্বাচন দপ্তর।

সংক্ষেপে বলা যায়, পশ্চিমবঙ্গ জুড়ে SIR প্রক্রিয়ার কাজে গতি এসেছে, মাঠপর্যায়ে সক্রিয়তা বেড়েছে, এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে এক ধাপ এগিয়ে গিয়েছে, তা বলাই যায়।