আজকাল ওয়েবডেস্ক: এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজ। অত্যধিক কাজের চাপের প্রতিবাদে আজ পথে বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবার দুপুরে এই প্রতিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদিন সিইও অফিসের সামনেই তুমুল বিক্ষোভ দেখান বিএলও-রা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন বহু বিএলও।
সূত্রের খবর, এদিন বিক্ষোভ দেখানোর মাঝেই নির্বাচন কমিশনের গেটের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কয়েকজন বিএলও। এক বিএলও নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টাও করেন। পুলিশ তাঁকে প্রতিহত করেন। বিএলও-দের একাংশ নির্বাচন কমিশনের দপ্তরের সামনেই ধরনায় বসে পড়েন।
রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) পর্ব চলছে। আর সেই চাপেই যেন কার্যত জেরবার বুথ লেভেল অফিসাররা। অত্যাধিক কাজের চাপে রাজ্য জুড়ে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিএলও। মৃত্যুর ঘটনাও ঘটেছে। যা ঘিরে বিতর্ক থামছে না। এই পরিস্থিতিতে সোমবার কলেজ স্কোয়ার থেকে রাজ্য নির্বাচন দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিএলও অধিকার রক্ষা কমিটি।
বিএল ও কমিটির অভিযোগ, বিপুল কাজের চাপের বিষয়ে বহুবার নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি তারা। কম সময়ের মধ্যে বিপুল কাজ সামলাতে গিয়ে, ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে কাজে কোনও ভুল থাকলে, শাস্তির হুঁশিয়ারিও দিয়ে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে শারীরিক ও মানসিক চাপে বিধ্বস্ত বিএলওরা।
