আজকাল ওয়েবডেস্ক: চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব। এবার শুনানিতে হাজিরা দিতে তলব করা হল ঘাটালের তৃণমূল সাংসদ, অভিনেতা দেবকে‌। সূত্রের খবর, দেব ও তাঁর পরিবারের তিনজন সদস্যকে আজ সোমবার শুনানিতে ডাকা হয়েছে। 

এসআইআর শুনানিতে দেবকে তলব ঘিরে তৃণমূল নেতা কুণাল ঘোষ আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'অন্যায়ভাবে হয়রান করছে নির্বাচন কমিশন। দেব একজন প্রতিষ্ঠিত তারকা, একজন সাংসদ। একবারের নয়, টানা তিনবারের সাংসদ দেব। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে সাংসদ হয়েছেন তিনি। তাঁকে এভাবে ডাকার সাহস হয় কী করে!' 

এরপর কুণাল ঘোষ আরও বলেন, 'আমার মতে দেবের ঢাকঢোল পিটিয়ে শুনানিতে যাওয়া উচিত। রীতিমতো ঘোষণা করে শুনানিতে যাক। এরপর যাঁরা ডেকেছে, তাঁরা ওই বিপুল ভিড় সামলাবে।' 

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দেবের জন্ম। সেখানেই তাঁর পরিবার থাকতেন। এরপর পরিবারের সঙ্গে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন অভিনেতা। অভিনয়ের সূত্রে কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসনে দেব থাকেন। টানা তিনবার নিজের জন্মস্থান ঘাটালের জয়ী সাংসদ তিনি।

প্রসঙ্গত, শুনানি পর্ব শুরু হতেই গত ডিসেম্বরের শেষেও কবি জয় গোস্বামীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবারের তরফে জানানো হয়েছিল, আগেই 
এনুমারেশন ফর্ম জমা করেছিলেন নিয়ম মেনে। খসড়া তালিকায় নাম এসেছিল কবির। স্বাভাবিকভাবেই স্বস্তিতে  ছিলেন তিনি ও পরিবার। এরপর গত সোমবার আচমকা ফোন করে শুনানিতে ডাকা হয়। ২০০২ সালে ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। সেই সূত্রেই শুনানিতে ডাকা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ কবি জয় গোস্বামী। গত নভেম্বরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। অস্ত্রোপচার করানো হয়। এখনও সুস্থ হয়ে ওঠেননি। 

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ, অভিনেতা দেব একা শুনানিতে ডাক পাননি। এর আগে শুনানিতে ডাকা হয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও।