আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা ছিল রাজন্যা হালদার অভিনীত এবং প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ‘আগমনী-তিলোত্তমাদের গল্প’। ছবিটির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে সাসপেন্ড করা হয় রাজন্যা এবং প্রান্তিককে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ছবি মুক্তি স্থগিত রেখে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে মেল করলেন প্রান্তিক।

 

সোমবার পাঠানো এই ই-মেলে লেখা হয়েছে, ‘আগমনী-তিলোত্তমাদের গল্প সিনেমাটি আগামী ২ অক্টোবর, মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বিচারাধীন। ফলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখনই সিনেমাটি আমরা রিলিজ করছি না। আপাতত ছবি মুক্ত স্থগিত রাখা হচ্ছে। আমরা সবসময় মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, থাকব’। আজকাল ডট ইনকে তৃণাঙ্কুর জানিয়েছেন, ‘বিষয়টি বিচারাধীন। সে কারণে আমরা এখনই ছবিটি রিলিজ করছি না। আপাতত স্থগিত রাখা হচ্ছে’।

 

প্রসঙ্গত, সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে টোপর মাথায় দিয়ে রাজন্যা হালদার। গায়ে ডাক্তারি পড়ুয়ার পোশাক। হাতে স্টেথোস্কোপ। পোস্টারের ওপরে লেখা আগমনী তিলোত্তমাদের গল্প। ছবিটি মুক্তি পেতে চলেছে মহালয়ায়। বিতর্ক তৈরি হয় সেখান থেকেই। বিতর্ক শুরু হতেই আসরে নামে তৃণমূল।  তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আর জি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।


তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিবৃতি দেন, ‘ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে প্রান্তিক চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। একই নির্দেশ বহাল থাকবে, যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাজন্যা হালদারের ক্ষেত্রেও’। এই ঘটনার কিছুদিন পরেই তৃণাঙ্কুরকে মেল করলেন প্রান্তিক।