আজকাল ওয়েবডেস্ক: এক নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক ফুচকাওয়ালার বিরুদ্ধে। ওই নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত ফুচকাওয়ালাকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বারাসত আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক রাহুল রাজবংশী(২০) বাগুইআটি কৈখালির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এলাকারই এক নাবালককে বুধবার সন্ধ্যায় ফুচকা খেতে নিয়ে যাওয়ার নাম করে যৌন নিগ্রহ করেছে ওই যুবক। ফুচকা খাওয়ানোর নাম করে নাবালককে একটি বহুতলে নিয়ে গিয়ে বলপূর্বক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিগ্রহ করা হয়। রাহুল এরপর ওই নাবালককে হুমকি দিয়ে ভয় দেখায়, যেন সে কাউকে না বলে। নইলে তাঁকে মারধর করবে। বাড়ি ফিরে আসার পর বেশ খানিকক্ষণ আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত হয়ে থাকার পর পরিস্থিতি একটু স্থিতিশীল হলে বাবা-মাকে গোটা বিষয়টি জানায় ওই নাবালক। এরপর নাবালকের বাবা-মা বাগুইহাটি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানাযন। তারপরেই পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হয় ওই যুবক।
নাবালকের বাবা আজকাল ডট ইন-কে বলেন, "আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। পুলিশ ব্যবস্থা নিয়েছে, ওঁকে গ্রেপ্তার করেছে। আইন যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা কঠোর থেকে কঠোরতম সাজা দাবি করি"।
