আজকাল ওয়েবডেস্ক: শনিবার সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষ অবধি থমকে যায় পরিষেবা। সিগন্যালিংয়ের সমস্যার জেরে এই লাইনে মেট্রো চলাচল ছিল প্রায় ঘণ্টাখানেক থমকে। যাত্রীদের শোভাবাজার স্টেশনে নামিয়ে দেওয়া হয়। তবে কবি সুভাষ থেকে দমদম পরিষেবা স্বাভাবিক ছিল।
সকালের দিকে স্কুল–কলেজের ছাত্রছাত্রীদের ভিড় ছিল মেট্রোয়। ফলে তারা অসুবিধায় পড়েন। জানা গেছে, সকাল ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করা হয়, আপাতত পরিষেবা বন্ধ থাকছে। শুধু ট্রেন নয়, মেট্রো স্টেশন থেকেই যাত্রীদের বেরিয়ে যেতে বলা হয়। এদিক গন্ডগোলের জেরে বাকি স্টেশনগুলোতে ট্রেন ঢোকেনি। ভিড় বাড়তে থাকে সব স্টেশনেই। সমস্যায় পড়েন অফিস যাত্রী থেকে স্কুল–কলেজের পড়ুয়ারা। অনেকেই নিজেদের গন্তব্যে পৌঁছতে বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হন। তবে সকাল আটটা নাগাদ ফের পরিষেবা চালু হয়। এখন দু’দিকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে।
এদিকে,শুক্রবারও মেট্রো পরিষেবা ব্যাহত হয় বলে যাত্রীদের অভিযোগ। তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ মুখ খোলেনি। শনিবারের বিভ্রাট নিয়েও এখনও পর্যন্ত কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
