আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার আর এক নাম সিটি অফ জয়। সমৃদ্ধ সংস্কৃতি, সোজা সরল জীবনের জন্য প্রসিদ্ধ শহর কলকাতা। শুধু তাই নয় কলকাতা বহু সরকারি ও বেসরকারি শিল্পের কেন্দ্রবিন্দু। যার মধ্যে রয়েছে স্টিল, সিমেন্ট, খনি শিল্প। শহর কলকাতার এই অগ্রগতির সঙ্গে এই শহর হয়ে উঠেছে বহু বিলিওনেয়ারের বাসস্থান। ভারতের প্রথম দশটি ধনী শহরের মধ্যে রয়েছে কলকাতার নামও। কিন্তু বর্তমানে শহর কলকাতার সবথেকে ধনী ব্যক্তি কে? তিনি হলেন শ্রী সিমেন্টের প্রাক্তন চেয়ারম্যান বেণুগোপাল বাঙুর।

 

 

বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিণাণ ৫৫,৭৩২ কোটি টাকা। জন্মসূত্রে মারোয়াড়ি এবং রাজস্থানের বাসিন্দা হলেও এখন আপামর কলকাতার বাসিন্দা তিনি। তবে মারোয়াড়ি হওয়ার কারণে ব্যবসার গুণ তাঁর রক্তে। ১ জানুয়ারি, ১৯৩১ সালে এক ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেণুগোপাল। স্কুলের শিক্ষার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন বেণুগোপাল। পঞ্চাশ এবং ষাটের দশকে বাঙুর পরিবার ভারতের অন্যতম পরিচিত ব্যবসায়িক পরিবারের তালিকায় উঠে আসে। তারপরেই ১৯৭৯ সালে জয়পুরে প্রতিষ্ঠিত হয় শ্রী সিমেন্ট। পরবর্তীতে শ্রী সিমেন্টের সদর দপ্তর স্থানান্তরিত হয় কলকাতায়। 

 

 

১৯৯০-এর দশকে বেণু গোপাল শ্রী সিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে ভারতের অন্যতম শীর্ষ সিমেন্ট কোম্পানি হয়ে ওঠে শ্রী সিমেন্ট। পরিণত করেন। ২০২২ সালের অক্টোবরে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বেণুগোপাল। তাঁর উত্তরসূরী হিসেবে পুত্র হরিমোহন বাঙুর শ্রী সিমেন্টের দায়িত্ব নেন। বেণুগোপাল বর্তমানে অবসর জীবন উপভোগ করছেন এবং কলকাতার একটি বিলাসবহুল প্রাসাদে বসবাস করছেন। তাঁর বাড়িটি ৫১,০০০ বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে একটি হোম থিয়েটার এবং জিম রয়েছে বলে জানা গিয়েছে।