আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে। বাসের ভয়াবহ গতির বলি চার বছরের নাবালিকা ও তার পরিবার। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্কুটারে করে চার বছরের শিশুকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা। বাসের ধাক্কায় মৃত শিশুটির মা। বাবার অবস্থাও আশঙ্কাজনক। তবে জানা গিয়েছে, তুলনায় সুস্থ আছে ওই শিশুটি। ঘটনাটি ঘটেছে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছেই। জানা গিয়েছে, এস-৩১ নামের সরকারি বাসটি টার্মিনাস ছেড়ে বেরিয়েই গতি বাড়ায়। বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে স্কুটারটিতে।

 

ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় যাদবপুরের ব্যস্ত এলাকায়। ব্যাহত হয় যান চলাচল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই শিশুকন্যাকে উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। শিশুটির বাবাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে সাতটা নাগাদ চার বছরের মেয়ে এবং স্ত্রীকে স্কুটারে বসিয়ে সন্তোষপুর থেকে ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

 

চার বছরের মেয়ে ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। জানা গিয়েছে, যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছে আসতেই যাদবপুর-বেহালা চৌরাস্তাগামী একটি এস-৩১ বাস সোজা গিয়ে স্কুটারে ধাক্কা মারে। সবে টার্মিনাস থেকে বেরিয়ে এতটাই গতি বেশি ছিল বাসটির যে স্কুটারে গিয়ে ধাক্কা মারলে যাত্রী সমেত সোজা স্কুটারটি বাসের তলায় ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।