আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাটমুখী ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার দীপাবলি এবং কালীপুজো উপলক্ষ্যে বিশেষ পরিষেবা দেওয়া হবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।
তবে, ওই দিন মেট্রোর ট্রেন সংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম থাকবে। একাধিক লাইনের সময়সূচিতেও আনা হয়েছে সাময়িক পরিবর্তন। কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, দক্ষিণেশ্বর এবং কালীঘাটে যাওয়া-আসা ভক্তদের সুবিধার জন্য ব্লু লাইনে বিশেষ পরিষেবা থাকবে।
ওই দিন ব্লু লাইনে মোট ১৪৪টি মেট্রো চলবে (৭২ আপ ও ৭২ ডাউন), যা সাধারণ দিনের তুলনায় প্রায় অর্ধেক। প্রথম মেট্রো সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম এবং সকাল ৮টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রওনা হবে।
এছাড়া সকাল ৮টা থেকেই মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বর দিক থেকেও ট্রেন চলবে। শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে, আর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রাত ১১টায়।
অন্যদিকে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ) চলবে মোট ১২৪টি পরিষেবা (৬২ আপ ও ৬২ ডাউন)। সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে, এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৬টা ৩২ মিনিটে ট্রেন রওনা দেবে।
আরও পড়ুন: কালীপুজোর মুখেই কলকাতায় নাম্বার প্লেট জালিয়াতির বড় চক্র ফাঁস, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ৮
শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৪৭ মিনিটে। ইয়েলো লাইনে (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) চলবে মোট ৫২টি মেট্রো (২৬ আপ ও ২৬ ডাউন)।
সকাল ১০টায় নোয়াপাড়া থেকে এবং সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমাবন্দর থেকে প্রথম ট্রেন ছাড়বে। শেষ ট্রেন বিকেল ৫টা ৩৪ মিনিটে নোয়াপাড়া থেকে এবং ৫টা ৫৪ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে ছাড়বে।
এছাড়া পার্পল লাইনে (জোকা–মাঝেরহাট) মোট ৪৪টি মেট্রো (২২ আপ ও ২২ ডাউন) চলবে। সকাল ১০টায় জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে, এবং ১০টা ২৪ মিনিটে মাঝেরহাট থেকে রওনা হবে। শেষ মেট্রো জোকা থেকে বিকেল ৫টা ২৮ মিনিটে এবং মাঝেরহাট থেকে ৫টা ৪৯ মিনিটে ছাড়বে।
একইভাবে অরেঞ্জ লাইনে (বেলেঘাটা–কবি সুভাষ) চলবে ৪০টি মেট্রো (২০ আপ ও ২০ ডাউন)। সকাল ৯টা ৫৫ মিনিটে বেলেঘাটা থেকে এবং সকাল ১০টায় কবি সুভাষ থেকে প্রথম ট্রেন ছাড়বে। শেষ ট্রেন বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই দিক থেকেই ছাড়বে।
মেট্রো সূত্রে আরও জানা গেছে, দক্ষিণেশ্বর ও কালীঘাটমুখী ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কালিপুজোর রাতে দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাড়ানো হবে স্টেশনে কর্মীসংখ্যা ও যাত্রী সহায়তা ডেস্ক।
অর্থাৎ, ২০ অক্টোবর কালিপুজোর রাতে মেট্রো রেলে থাকবে বিশেষ পরিষেবা, তবে সীমিত সংখ্যায় ট্রেন চলবে অন্যান্য লাইনে। দক্ষিণেশ্বর ও কালীঘাটমুখী যাত্রীদের জন্য ব্লু লাইনেই মূলত পরিষেবা বেশি রাখা হয়েছে।
