আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। দমকল পৌঁছনোর আগেই পুড়ে ছাই গোটা দোকান। পুজোর মুখে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন এক দর্জি। 

 

অগ্নিকাণ্ডটি ঘটেছে দক্ষিণ কলকাতার যাদবপুরে। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ কালো ধোঁয়া দেখতে পেয়েই ছুটে আসে যাদবপুর থানার পুলিশ। দোকানটি যাদবপুর থানার কাছেই, গড়িয়াহাট রোডের ওপর। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছলেও দোকানের শাটার খুলতে পারেনি। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। 

 

পুলিশ সূত্রে খবর, আগুন লেগেছিল একটি টেলারিং শপে। সেই দোকানের শাটার খুলতেও হিমশিম খেতে হয় দমকলকে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দোকানের শাটার খুলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে দোকানের মধ্যে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে দোকানের মধ্যে আগুন লেগে যায়। জামাকাপড় থেকে দ্রুত তা ছড়িয়ে পড়ে। 

 

গত সপ্তাহেও কলকাতায় আরও একটি অগ্নিকাণ্ড ঘটেছিল। পাতিপুকুরের মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছিল। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই গোডাউনেও পুড়ে ছাই হয়ে যায় বহু সামগ্রী।