আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে হঠাৎই সল্টলেকের ইডি দপ্তরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। জানা গিয়েছে, নথি জমা দিতেই ইডি দপ্তরে আসেন তিনি। বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের বনমন্ত্রী। এই অবস্থায় রবিবার জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী সিজিও কমপ্লেক্সে যান একটি ফাইল নিয়ে।

কিন্তু মিনিটখানেক পরই বেরিয়ে আসেন। মনে করা হচ্ছে আধিকারিকরা না থাকায় ফিরে যান প্রিয়দর্শিনী। পরের দিনই নথি নিয়ে ইডি দপ্তরে এলেন মন্ত্রীর দাদা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই জ্যোতিপ্রিয়র বাড়িতে দ্বাদশীর দিন তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে।