আজকাল ওয়েবডেস্ক: পুজোয় বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই। কিন্তু চলতি সপ্তাহের শেষেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আর তা সত্যি হলে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তার মধ্যে দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
তাছাড়া পুজোর চার দিন অর্থাৎ ১০–১৩ অক্টোবর অবধি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
তাই পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে নতুন জামাকাপড় পরে ঘোরার সঙ্গে সঙ্গে ছাতা মাস্ট।
