আজকাল ওয়েবডেস্ক: শিশুদিবসে নতুন শিক্ষাকেন্দ্র উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতিষ্ঠানের নাম এলিট মাইন্ডস।
শিশু দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতায়। শুধু অ্যাকাডেমিক শিক্ষাই নয়, এর মাধ্যমে সামগ্রিক ভাবে উন্নয়ন হবে শিশুদের। পাঠ্য বইয়ের পাশাপাশি থাকবে অন্য বিষয়ও।
ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। তাঁর সঙ্গে এদিন ছিলেন এলিট মাইন্ডস-এর কর্ণাধার শ্রুতি শর্মা। রাজ্যপাল জানিয়েছেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বাইরে কাজের জগতে পা রাখার জন্য একজন যাতে মানিয়ে নিতে পারে সেই শিক্ষাই দেবে এই প্রতিষ্ঠান। অনেক ক্ষেত্রে শিশুরা যোগ্য পরিবেশ পায় না বলে সমস্যা তৈরি হয়, সেই শূন্যস্থান মেটাবে এই প্রতিষ্ঠান।
এদিনের অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। তাতে সামিল হয় কচি কাঁচারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রুতি শর্মাও। তিনি বলেন, এলিট মাইন্ডসের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল, ব্যক্তিগত কেরিয়ার কাউন্সেলিং পরিষেবা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তাদের কী করা উচিত, কী করা উচিত নয়। এখানে রয়েছে অভিজ্ঞ ফ্যাকাল্টি, রয়েছে শিক্ষা পদ্ধতিতেও অভিনবত্ব। তাই বাছাই করুন এলিট মাইন্ড। এমনটাই জানিয়েছেন শ্রুতি। পাশাপাশি তিনি বলেছেন, এখানে পড়ানোর বিষয়টিতেই এতটাই অভিনবত্ব তাতে বাচ্চার মা-বাবারা নিশ্চিত হতে পারবেন।
