আজকাল ওয়েবডেস্ক : সোনা সর্বদাই মূল্যবান একটি ধাতু। এখান থেকে প্রতিটি দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা হয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে যার কাছে সোনা বেশি থাকে তারা অনেকটা বেশি এগিয়ে থাকে। সদ্য পেশ হয়েছে বাজেট। তার সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে। প্রতিদিন ধীরে ধীরে বাড়ছে হলুদ ধাতুর চাহিদা।


তবে সোনাকে যদি ঘরে সঞ্চয় করে রাখতে পারেন তাহলে সেখান থেকে নিজের আর্থিক বৃদ্ধি ঘটবেই। সোনা যার কাছে যত বেশি থাকবে ততই সেই ব্যক্তি বিত্তবান হবেন। সমীক্ষা থেকে দেখা গিয়েছে সোনার দাম প্রতিদিন বাড়ছে। ফলে সেখান থেকে দেখতে হলে যদি এখন থেকে সোনা কিনে রাখতে পারেন তাহলে সেটি আপনার হাতের একটি বিশেষ ক্ষমতা হিসাবে থাকবে। 


এখন বিয়ের সিজন চলছে। সেদিক থেকে দেখতে হলে এই সিজন আগামী কয়েকমাস ধরে আরও চলবে। তাই এই সময় সোনার দাম উপরের দিকেই থাকবে। তবে যদি আগে থেকে সোনা কিনে রাখতে পারেন তাহলে সেই সোনা নিজের কাজেই লাগবে। হঠাৎ করে যদি টাকার দরকার পড়ে তাহলে সেখান থেকে গোল্ড লোন সকলের কাছে একটি অতি সহজ উপায়। সেখানে নিজের প্রয়োজন মতে টাকাও পাওয়া যায়, আবার দরকার হলে সেই টাকা শোধ দিয়ে নিজের ঘরের সোনাকে ফের ঘরে ফিরিয়ে নিয়ে আনা যায়। 

 


কলকাতায় ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৭,৯০৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৬৩,২৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৯,০৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭,৯০,৫০০ টাকা।


কলকাতায় ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৮,৬২৪ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৬৮,৯৯২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৬,২৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৮,৬২,৪০০ টাকা।


কলকাতায় ১৮ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৬,৪৬৮ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫১,৭৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৪,৬৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬,৪৬,৮০০ টাকা।