আজকাল ওয়েবডেস্ক : সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ২৬ অক্টোবর, ২০২৪ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম কোন জায়গায় রয়েছে সেটা একবার দেখে নিন।
২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৭৩৬০ টাকা। ৮ গ্রামের দাম ৫৮ হাজার ৮৮০ টাকা। ১০ গ্রামের দাম ৭৩ হাজার ৬০০ টাকা।
২৪ ক্যারাট ১ গ্রামের দাম ৮ হাজার ২৯ টাকা। ৮ গ্রামের দাম ৬৪ হাজার ২৩২ টাকা। ১০ গ্রামের দাম ৮০ হাজার ২৯০ টাকা।
১৮ ক্যারাট ১ গ্রামের দাম ৬ হাজার ২২ টাকা। ৮ গ্রামের দাম ৪৮ হাজার ১৭৬ টাকা। ১০ গ্রামের দাম ৬০ হাজার ২২০ টাকা।
সামনেই ধনতেরাস। তার আগে ঘরে সোনা কিনে নিয়ে আসতে পারেন। আবার যদি মনে করেন ধনতেরাস দিনেও সোনা কিনতে পারেন। তাই আগে থেকে সোনার দাম জানা থাকলে সুবিধা হবে আপনার।
