আজকাল ওয়েবডেস্ক: পুজোর মুখে ভোগান্তি কলকাতায়। একটানা মুষলধারে বৃষ্টিতে জল জমল রাস্তায় রাস্তায়। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় জল জমার কারণে ব্যাপক যানজট। যার জেরে চরম ভোগান্তি অফিস যাত্রী থেকে সাধারণ পথচারীদের। 

 

বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টির জেরে জল জমেছে চিনার পার্ক, কৈখালি, বিমানবন্দর চত্বর এলাকায়। জলমগ্ন রাস্তায় ধীর গতিতে যান চলাচল হচ্ছে। জল জমায় ব্যাপক যানজট বিমানবন্দর চত্বর, চিনার পার্ক এলাকায়। 

 

বুধবার রাত থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার ভোর থেকেও অবিরাম বৃষ্টি হচ্ছে কলকাতায়। তুমুল বৃষ্টিপাতের জেরে চিনার পার্ক, হলদিরামের সামনে, কৈখালির রাস্তায়, কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়াতেও জল জমে রয়েছে। এই পরিস্থিতিতে কৈখালি সংলগ্ন রাস্তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ। 

 

বৃষ্টি ও জল জমার কারণে অফিস টাইমে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিকেল থেকে সন্ধে পর্যন্ত আবারও যানজটের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনভর কলকাতায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবারেও বৃষ্টি হবে। তবে দাপট খানিকটা কমবে।