আজকাল ওয়েবডেস্ক: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রেল একটা যোগাযোগ মাধ্যম। সে অল্প দূরত্ব হোক কিংবা বেশি দূরত্ব যাত্রার জন্য রেলপথ ব্যবহার করে থাকেন জনসংখ্যার অনেকটা অংশ। কিছু মানুষের থাকে নিত্য যাতায়াত আবার কিছুজনের থাকে মাঝে মধ্যে ভ্রমণ। কম সময় কত কোনও জায়গায় পৌঁছানোর জন্য ট্রেনের চাইতে ভালো যোগাযোগ ব্যবস্থা হয় না। তার দুটো কারণ, এক সময় অনেক কম লাগে আর দুই টিকিট মূল্য যাত্রীদের সাধ্যের মধ্যে। 

 

 

 

ট্রেন থেকে ২০২৩-২৪ আর্থিক বর্ষে রেল কত টাকা ইনকাম করেছে জানলে চোখ কপালে উঠবে। সরকারী তথ্য অনুসারে, ভারতীয় রেলওয়ে ১৫ মার্চ, ২০২৪ এর হিসেবে ১৫০০ মেট্রিক টনের বেশি প্রাথমিক মাল লোডিং করেছে৷ আগের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে ভারতীয় রেল ১৫১২ মেট্রিক টন মাল লোডিং করেছে। 

 

 

 

এবার আয়ের দিকে একটু চোখ রাখা যাক। গত অর্থ বছরে ২০২৩-২৪ এ ভারতীয় রেলের মোট আয়ের পরিমাণ ছিল ২.২৬ লক্ষ কোটি টাকা। এই বছরে অর্থাৎ ২০২৩-২৪ এর আর্থিক বছরে, ভারতীয় রেলের মোট আয় দাঁড়িয়েছে ২.৪০ লক্ষ কোটি টাকা। বেড়েছে আয়ের পরিমাণ। বেড়েছে যাত্রীর পরিমাণও। সরকারি হিসেব বলছে, গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫২ কোটি বেড়েছে যাত্রী সংখ্যা। ২০২৩-২৪ আর্থিক বছরে, মোট যাত্রীর সংখ্যা ছিল ৬৪৮ কোটি। এই বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৬ কোটি।