আজকাল ওয়েবডেস্ক: বুধবার বিকেল, আবহাওয়াবিদদের প্রতিমুহূর্তের নজর ‘ডানা’র গতিবিধির দিকে। হাওয়া অফিসের শেষ আপডেট বলছে, সাগরদ্বীপ থেকে ডানার কেন্দ্রবিন্দু ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। পারাদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং ধামারা থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান ডানার কেন্দ্রবিন্দুর। ডানার নিজস্ব গতি ঘন্টায় ১৩ কিলোমিটার।
বুধবার মধ্যরাত কিংবা বৃহস্পতিবার সকালেই ডানা আছড়ে পড়বে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে। পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার রাতে নবান্নয় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় বাতিল বহু ট্রেন, নির্দিষ্ট সময়ের জন্য বাতিল ফেরি পরিষেবা, বন্ধ বিমানের উড়ান। এই পরিস্থিতিতে কলকাতার মেট্রো পরিষেবা নিয়ে বড় আপডেট দিলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
ডানা আতঙ্কে মেট্রো পরিষেবা নিয়ে সাধারণের মনে প্রশ্ন বাড়ছিল। তারমাঝেই বুধবার আপডেট জানিয়ে দিলেন কৌশিক মিত্র। জানালেন, ‘মেট্রো নিয়ে আমাদের কাছে অনেক মহল থেকে প্রশ্ন আসছে।‘তারপরেই জানান, ‘মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। এই পড়িষেবায় কোনওরকমের কোনও পরিবর্তন করা হচ্ছে না।‘ সব মেট্রো স্বাভাবিক সময়েই চলবে অন্যান্য দিনের মতোই।
