আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কোনও পরিস্থিতিতে তিনি পথে নামেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। গত কয়েকমাসে এই ছবি বারবার ফুটে উঠেছে। মহালয়ার ঠিক পরের দিনই, তিনি বেরোলেন পথে, পুজোর পরিবেশ দেখার জন্য। মণ্ডপ পরিদর্শনের জন্য। ইতিমধ্যে একে একে শহরের মণ্ডপ গুলির উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য বছর তিনি তিনি মণ্ডপে গিয়ে উদ্বোধন করলেও, এবার পায়ের সমস্যার কারণে ভার্চুয়ালি উদ্বোধন করছেন উত্তর থেকে দক্ষিণের পুজো মণ্ডপগুলি। রাস্তায় ইতিমধ্যে মানুষের ঢল। এই পরিস্থিতিতে শহরে ঘুরলেন রাজ্যপাল। কখনও কুমোরটুলি, কখনও শ্যামবাজার পাঁচ মাথার মোড় বা কখনও একডালিয়া এভারগ্রিন। ঘুরে দেখলেন ঠাকুর গড়া, দেখলেন মণ্ডপ সজ্জা।
