আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালের ২৩ জুলাই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর একাধিক বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। টালিগঞ্জের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছিল ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা। সঙ্গেই উদ্ধার হয় বিপুল পরিমাণে গয়না। ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা, পরে তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকেও প্রায় ২৮কোটি টাকা, বিপুল অয়না উদ্ধার হয়। তখন থেকেই জেলবন্দি তিনি।

দীর্ঘদিন জেলে থেকেছেন। জেলেই এসেছে দুঃসংবাদ। সূত্রের খবর, বুধবার বাড়িতেই প্রয়াত হয়েছেন অর্পিতার মা। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি, সূত্রের খবর তেমনটাই। মাতৃবিয়োগের খবর পৌঁছনোয় কান্নায় ভেঙে পড়েন তিনি।  মায়ের প্রয়ানের খবর পেয়েই প্যারোলে মুক্তির আবেদন জানান, বৃহস্পতিবার বিশেষ আদালত তাঁর পাঁচ  দিনের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে। 

অর্পিতার গ্রেপ্তারির পর, সেই সময়ে চর্চায় এসেছিলেন তাঁর মাও। বেলঘরিয়ায় অর্পিতার মা থাকতেন বলেই জানা গিয়েছে। মায়ের পারলৌকিক কাজে যোগ দেওয়ার জন্য পাঁচ দিনের মুক্তি মঞ্জুর হয়েছে অর্পিতার। দীর্ঘ সময় পর, প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে বেরোবেন নিয়োগ দুর্নীতি মালায় অভিযুক্ত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা। এখন পার্থ চ্যাটার্জি এবং অর্পিতার মামলা বিচারাধীন রয়েছে আদালতে।