আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ডানা'র মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। দিনকয়েক আগে থেকেই চলছে প্রস্তুতি, শুরু থেকেই গোটা ঘটনার উপর নজর রাখছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার থেকেই ঘূর্ণিঝড় ডানা নিয়ে আতঙ্ক বাড়ছে। বুধবার বিকেলে নবান্নয় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  জানান, 'গটা পরিস্থিতি মোকাবিলায় রাতভর নবান্নে থাকবেন তিনি।

শুধু তাই নয়, সঙ্গেই জানান, পরিস্থিতি অনুযায়ী তিনি দেবেন প্রয়োজনীয় নির্দেশ। তবে মুখ্যমন্ত্রী রাতে নবান্নে থাকলেও মুখ্য সচিব থাকছেন নিজের আবাসনে।‌ সেখান থেকে তিনি খেয়াল রাখবেন পরিস্থিতির ওপর। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি বৃহস্পতিবার রাতভর নবান্নে থাকব। আগামিকাল সকালবেলা মুখ্য সচিব আসবেন।' এদিন মুখ্যমন্ত্রী নবান্নে দুটি হেল্পলাইন নম্বর চালু করেন। সেগুলি হল ০৩৩-২২১৪-৩৫২৬ এবং ১০৭০। নবান্নয় থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ভয়ে না থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, 'আতঙ্কে থাকবেন না, কোনও গুজবেও কান দেবেন না। সতর্ক থাকুন। পুলিশের পক্ষ থেকে যে জায়গা খালি করতে বলা হচ্ছে সেখানে একটি রাতের মতো মান্যতা দিন।' উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি নবান্নে রাতভর থেকে গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন  দুর্যোগের কথা মাথায় রেখে, ১, ৫৯, ৮৩৭ জন মানুষকে নিরাপদে সরানো হয়েছে ইতিমধ্যে। সাধারণের কথা মাথায় রেখে ৮৫১ রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবিরে এখনও পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৮৩, ৫৩৭ জন।