আজকাল ওয়েবডেস্ক: একের পর এক দুর্ঘটনা শহরে। শুক্রবার সকালে রাজারহাটে কাছে একটি বাস পড়ে যায় খালে। এই ঘটনায় আহত হন অন্তত ৪৬ জন। বেলা গড়াতেই আবার কলকাতা বিমানবন্দরের কাছে আগুন লেগে গেল সরকারি বাসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট–সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
এর আগেও অবশ্য এমন ঘটনা ঘটেছিল। সরকারি বাসে ঠিক এই বিমানবন্দরের কাছেই আগুন ধরে গিয়েছিল। সেই সময়ও দাউদাউ করে জ্বলেছিল বাসটি। শুক্রবার সংশ্লিষ্ট বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং–এর সামনে ১ নম্বর গেটের কাছে আসতেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনাস্থলে যায় বিমানবন্দর ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১ বেজে ৫৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায়, কলকাতা অভিমুখে যাওয়ার সময় চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। আতঙ্কে সমস্ত যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন। তবে হতাহতের কোনও খবর নেই। প্রত্যেক যাত্রীই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার রাজারহাটের হাড়োয়া খালে যাত্রীবাসী বেসরকারি একটি বাস পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেষারেষি করতে গিয়ে বাসটি পড়ে যায় খালের জলে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। অন্তত ৪৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যার মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।
