আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের সময় চোখে ইট লেগে আক্রান্ত হন এক ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। জানা গিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্যসচিব আক্রান্ত সার্জেন্টকে দেখতে হাসপাতালে যান। আক্রান্ত সার্জেন্টের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন সকাল ১০টা নাগাদ হাসপাতালে যান মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী আক্রান্ত সার্জেন্টকে একটি চিঠিও পাঠিয়েছেন।
সেখানে তিনি ওই পুলিশকর্মীর কাজের প্রশংসা করে লিখেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সরকার তাঁকে কুর্নিশ জানাচ্ছে। আক্রান্ত কর্মীর চিকিৎসার সকল দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মমতা। এদিন মুখ্যসচিব নিজে আক্রান্ত পুলিশকর্মীর সঙ্গে দেখা করেও একই কথা জানিয়েছেন। উল্লেখ্য, কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্টের নাম দেবাশিস চক্রবর্তী। পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত তিনি।
মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লাগে তাঁর বাঁ চোখে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই বাঁ চোখেই অস্ত্রোপচার হয়। চার ঘণ্টা অস্ত্রোপচারের পর আপাতত তিনি স্থিতিশীল। খানিকটা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবে চিকিৎসকদের আশঙ্কা, ভবিষ্যতে পুরোপুরি দৃষ্টি হারাতে পারেন তিনি।
