আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের আনা ধর্ষণ বিরোধী বিলকে পূর্ণ সমর্থন বিজেপির। বিল পেশ হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখেন। সমর্থন করার সঙ্গে তিনি বলেন, এই বিলকে আইনে পরিণত করার দায় নিতে হবে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকেই। মঙ্গলবার সকালেই বিধানসভায় পেশ করা হয় ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল।

 

পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বক্তব্য রাখতে গিয়ে, বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন রাখেন বিরোধী দলনেতা। সেখানে তিনি জানান, এই বিল যেহেতু দ্রুততার পেশ করা হয়েছে। এই বিল আনার সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা, বিলের সমস্ত তথ্য, রাজ্য সরকারকে জানাতে হবে। এদিন অধিবেশন শুরুর আগে সমস্ত বিধায়ককে বিলের খসড়া দেওয়া হয়। সেখানে কয়েকটি সংশোধনের দাবি জানান শুভেন্দু। মোট সাতটি দাবি রাখেন তিনি।