আজকাল ওয়েবডেস্ক: 

আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান বলাগড়ের বিধায়ক। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এরপরই অসুস্থ তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী ঘটেছিল?
জানা গিয়েছে, এ দিন বিধানসভায় এসে লবি দিয়ে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন বলাগড় কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আশপাশে তখন প্রায় শুনশান। হঠাৎ করেই ঘটে বিপত্তি, চলতে চলতেই হঠাৎ মাটিতে মুখ থুবড়ে পড়ে যান প্রবীণ এই বিধায়ক। সঙ্গে সহ্গে সঙ্গাগীন হয়ে পড়েন তিনি। 

আশপাশের ঘর থেকে আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন অন্য বিধায়করা। ছুটে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও । তিনি অসুস্থ বিধায়কের চোখে-মুখে জল দেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। সাহায্যে এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল-সহ আরও কয়েকজন সহকর্মী। দীর্ঘক্ষণ জল দেওয়া, হাত-পা মালিশ করা হলেও জ্ঞান ফেরতে সময় লাগে।

পরিস্থিতি সামলে দেন কুলটি কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা পেশায় চিকিৎসক ডা. অজয় পোদ্দার। 

খবর দেওয়া হয়, বিধানসভার মেডিকেল ইউনিটে। চিকিৎসা বিভাগের কর্মীরা এসে প্রাথমিক পরীক্ষা করে জানান, মনোরঞ্জনবাবুর রক্তচাপ স্বাভাবিক মাত্রার অনেকটাই বেশি। পরিস্থিতি বিবেচনা করে মনোরঞ্জন ব্য়াপারীকে জরুরি ভিত্তিতে এসএসকেএম-এ দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

২০২১ সালে বলাগড় কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন মনোরঞ্জন ব্যাপারী। তিনি পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে। ৫,৭৮৪ ভোটের ব্যবদানে জয় পান তৃণমূল প্রার্থী মনোরঞ্জন।