আজকাল ওয়েবডেস্ক: উৎসবের পরের দিন ভোরেই শহরের একবালপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কলকাতা পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে একবালপুর থানার পুলিশ অভিযানে নেমে একজন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মহম্মদ শাহবাজ, বাড়ি একবালপুর এলাকাতেই।
 
 পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় ২টা ৪৫ মিনিটে শাহবাজের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। অভিযুক্ত নিজে পুলিশের সামনে স্বীকার করে ও দেখিয়ে দেয় যে বহু প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। সেই সমস্ত সামগ্রী জব্দ করা হয়েছে।
 
 বাজেয়াপ্ত সামগ্রীর তালিকা অনুযায়ী রয়েছে—
 
 ৪টি দেশি নির্মিত সিঙ্গল শটার বন্দুক
 
 ১টি দেশি নির্মিত ৯ মিমি পিস্তল
 
 ৪টি ৯ মিমি পিস্তলের খালি ম্যাগাজিন
 
 ১০ রাউন্ড ৯ মিমি পিস্তলের গুলি
 
 ৯ রাউন্ড রাইফেলের কার্তুজ
 
 ৩টি রাইফেলের গোলা
 
 ২টি লোহার চাপরা
 
 ১টি লোহার ছুরি
আরও পড়ুন: দীপাবলির পরই বাজারে বড় হেরফর, সোনা-রুপোর দামে বিরাট পতন, ব্যবসায়ীদের মাথায় হাত
 
 পুলিশ জানিয়েছে, শাহবাজ এসব অস্ত্র-গোলাবারুদ অবৈধভাবে মজুত রেখেছিল এবং বিক্রির পাশাপাশি কোনো বড় অপরাধ সংঘটনের ইচ্ছাও ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে সে কোনও বৈধ লাইসেন্স বা নথিপত্র দেখাতে ব্যর্থ হয়।
মঙ্গলবার সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ শাহবাজকে গ্রেপ্তার করে একবালপুর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আশপাশের এলাকায় এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের সঙ্গে আরও কারা যুক্ত তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। অস্ত্রগুলো কোথা থেকে এসেছে খতিয়ে দেখা হচ্ছে। লালবাজারের বিশেষ শাখাও তদন্তে নেমেছে।
 
 এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, এই উদ্ধার তাদের কাছে বড় সাফল্য এবং বেআইনি অস্ত্র ব্যবসার জাল বেঁধে ফেলার লক্ষ্যেই ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, উৎসবের পরে এমন ঘটনার খবর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে; তারা চাইছেন দায়িত্বরত সংস্থাগুলো দ্রুত তদন্ত করুক।
