আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল কলকাতা। আন্দোলন, প্রতিবাদ শহরজুড়ে। তারমাঝেই খাস কলকাতায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিউটাউন থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তার ফুটপাথের একধারে পথচলতি মানুষ রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে।

 

ঘটনাস্থলে হাজির হয় নিউটাউন থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে? এর পিছনে কারণ কী, এখনও স্পষ্ট জানা যায়নি তা। 

 

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। জানা গিয়েছে, যুবকের নাম উত্তম প্রধান। যুবককে আঘাত করে ফুটপাথের ধারে নালায় ফেলার চেষ্টা হয়েছিল বলেও খবর পুলিশ সূত্রে। 

 

ঘটনার তদন্তে নেমে, পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আরও পরিষ্কার ধারণার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।