আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুরের পরিকল্পনা করেছিলেন একদল যুবক, যুবতী। হোয়াটসঅ্যাপ গ্রুপে বাড়ি ভাঙচুরের যে ছক কষা হয়, তা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের পরিকল্পনা ফাঁস হতেই তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন যুবক, বাকি দুইজন মহিলা।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ও প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি হচ্ছে গোটা রাজ্যে। অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মিছিল, জমায়েতের পরিকল্পনা করছেন। এমনই একটি গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু ববন্দ্যোপাধ্যায় নামের এক যুবক। 'উই ওয়ান্ট জাস্টিস' নামের ওই গ্রুপে ছিলেন সাড়ে তিনশো জন সদস্য। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুরের পরিকল্পনা করে একটি অডিও শেয়ার করেন শুভম সেনশর্মা নামের এক যুবক। পরে যেটি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। অডিও ক্লিপে শোনা গেছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুরের ছক কষছেন তাঁরা।
সেই অডিও ক্লিপের সূত্র ধরে শুভমের খোঁজ শুরু হয়। এরপর ডানলপ থেকে বাঁশদ্রোণী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জেরায় যুবক স্বীকার করেছেন বাড়ি ভাঙচুরের পরিকল্পনাটি। এও জানিয়েছেন, তাঁর প্রেমিকার মায়ের কথাতেই ভাঙচুরের ছক কষে অডিও ক্লিপটি শেয়ার করেছিলেন। এই ঘটনায় ওই যুবকের পাশাপাশি তাঁর প্রেমিকা ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে। গ্রুপটি যিনি তৈরি করেছিলেন তিনি সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
