আজকাল ওয়েবডেস্ক: ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চার ছিলেন যুজবেন্দ্র চাহাল। তারমধ্যে আরজে মাহভাশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার পর নতুন করে গুঞ্জন শুরু হয়। সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অবশ্য এই নিয়ে মুখ খোলেনি দু'জনের কেউই। কিন্তু এবার সেই গুঞ্জন উস্কে দিলেন খোদ চাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশের সঙ্গে ছবি পোস্ট করেন তারকা স্পিনার। ছবিতে সেলফি তুলতে দেখা যায় আরজেকে। তাঁর পরনে ছিল একটি সাদা টপ। পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা যায় চাহালকে। চোখে চশমা। দেখে মনে হয়, পাঞ্জাব কিংসের সঙ্গে চেন্নাই সুপার কিংস ম্যাচের পর এই ছবি তোলা হয়েছে। 

শুধু চাহাল নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় একই ছবি পোস্ট করেন মাহভাশও। যা নতুন করে গুঞ্জন উস্কে দেয়। তাহলে কি সম্পর্কে সিলমোহর দিলেন এই নতুন জুটি? প্রশ্ন ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছাড়া এতদিন পর্যন্ত দু'জনকে এক ফ্রেমে দেখা যায়নি। কিন্তু এই পোস্ট কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? প্রসঙ্গত, পাঞ্জাব-চেন্নাই ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা যায় আরজেকে। পাঞ্জাবের হয়ে গলা ফাটাতে দেখা যায় তাঁকে। মুল্লানপুরে একাধিকবার ক্যামেরাম্যানের নজর কাড়েন মাহভাশ। প্রয়াংশু আর্যের শতরানের পর গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে। রচিন রবীন্দ্র আউট হওয়ার পর রীতিমতো নাচতে শুরু করেন মাহভাশ। যা বারবার দৃষ্টি আকর্ষণ করে। পাঞ্জাবের পারফরম্যান্স চুটিয়ে উপভোগ করেন ইনস্টাগ্রাম সেলিব্রিটি।