আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৬ রানে রুদ্ধশ্বাস জয়ের পর ফিল গুড পরিবেশ পাঞ্জাব কিংস শিবিরে। তারমধ্যে প্রীতি জিন্টার সঙ্গে যুজবেন্দ্র চাহালের কথোপকথন নজর কেড়েছে। ম্যাচ শেষে ইউ টিউবে চ্যাট করাকালীন নিজের উৎসাহ চেপে রাখতে পারেননি প্রীতি জিন্টা। উচ্ছ্বসিত হয়ে চাহালকে তিনি বলেন, 'আমি শুধু বলতে চাই, আমি খুব খুব খুশি। অতীতে আমরা একাধিকবার জেতা ম্যাচ হেরেছি। কিন্তু এদিন আমরা এমন একটা ম্যাচ জিতেছি, যেটা হেরে যাওয়ার কথা।' কোনও সময় নষ্ট না করে চাহাল বলেন, 'সেটা অতীত ছিল।' এই উত্তর শুনেই প্রীতির অট্টহাসি। তারপর বলেন, 'ঠিক বলেছো, তাই আমি খুবই খুশি।' 

অতীতে একাধিকবার জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে পাঞ্জাবের। মাত্র একবার ফাইনালে ওঠে। কিন্তু কেকেআরের কাছে হেরে যায়। তবে এবার রিকি পন্টিং-শ্রেয়স আইয়ার জুটিতে শক্তিশালী পাঞ্জাব। চাহালের ঘূর্ণিতে বাজিমাত করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে অষ্টমবার চার উইকেট নিয়ে সুনীল নারিনের রেকর্ড ছুঁয়ে ফেলেন তারকা স্পিনার। টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩৭০ উইকেট। মহম্মদ নবি এবং মহম্মদ আমিরকে পেরিয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের তালিকায় ১১ নম্বরে জায়গা করে নেন চাহাল। স্পিনারদের মধ্যে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে ভাল পারফরমেন্স পাঞ্জাবের স্পিনারের।