আজকাল ওয়েবডেস্ক: গত দুই বছরে আইপিএলের সেরা আবিষ্কারের মধ্যে অন্যতম অভিষেক শর্মা। ২০২৬ টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় থাকবেন তরুণ বাঁ হাতি ওপেনার। পাঞ্জাবের অভিষেকের সঙ্গে খুব ভাল সম্পর্ক যুবরাজ সিংয়ের। মাঝেমধ্যেই তরুণ ক্রিকেটারের ইনিংস নিয়ে মন্তব্য করেন যুবি। শতরান করার পর ফোন করে নিজের আইডলের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। এখানেই শেষ নয়। অভিষেককে ট্রেনিং দেন যুবরাজ। ভারতীয় তারকার বাবা যোগরাজ সিং জানান, কোভিড লকডাউনের সময় অভিষেক শর্মা এবং শুভমন গিলকে নিজের বাড়িতে রেখে ট্রেনিং দেন যুবি। যোগরাজ বলেন, 'অভিষেক যখন খেলতে শুরু করল, আমি ওর নাইটলাইফ কন্ট্রোল করার কথা বলেছিলাম। যুবরাজ ঠিক সেটাই করেছে। ওকে এদিক ওদিক যেতে দেয়নি। ওর জুতো নিজের কাছে রাখত। লুকিয়ে রাখত যাতে ও কোথাও যেতে না পারে। যার ফলে উচিত শিক্ষা পায় অভিষেক। বুনো ঘোড়াদের এইভাবেই শাসন করতে হয়।' 

তরুণ বাঁ হাতির ভূয়সী প্রশংসা করেন তাঁর প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি জানান, শেষ মিনিটে শট বদল করার ক্ষমতা রয়েছে অভিষেকের। উইলিয়ামসন বলেন, 'ও বলের স্বাভাবিক টাইমার। সঙ্গে পাওয়ার আছে। মাঠের চারিদিকে মারতে পারে। অনেকটা হেনরিচ ক্লাসেনের মতো। শেষ মিনিটে শট বদলাতে পারে। এই দক্ষতা সবার থাকে না।' গত আইপিএলে অনবদ্য পারফরম্যান্স অভিষেকের। ১৬ ইনিংসে ৪৮৪ রান করেন। স্ট্রাইক রেট ২০৪.২১। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ আইপিএলের হাইলাইট। আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিকতা অব্যাহত রাখেন। ইতিমধ্যেই ভারতের জার্সিতে দুটো টি-২০ শতরান করে ফেলেছেন। ভবিষ্যতের তারকা হওয়ার দৌড়ে এগিয়ে চলেছেন অভিষেক।