আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরণ ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি হাস্যকর ভিডিও শেয়ার করেছে। যেখানে স্টার ক্রিকেটার বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করতে দেখা যায় স্বস্তিক চিকারাকে। বৃহস্পতিবার থেকে শুরু প্লে অফ। আরসিবি অন্যতম শক্তিশালী দল। এবার আইপিএল জয়ের সম্ভাবনা রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর গ্রুপ পর্বে দুই নম্বরে শেষ করেছে বেঙ্গালুরু। মুল্লানপুরে প্রথম প্লে অফের ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি কোহলিরা। 

ম্যাচের আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ২০ বছরের ক্রিকেটারকে কোহলির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। তারপর মজার ছলে তারকা ক্রিকেটার বলেন, 'সবসময় আমার মাথা খায়।' ভিডিওতে একটি সেলফি বিরাটকে দেখান স্বস্তিক। বলেন, ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। তারপর কোহলির উদ্দেশে চিকারা বলেন, 'উনি আমার বড় ভাই। যখনই আমার মনে হয়, তখনই আমাকে ফটো তুলতে দেয়।' ৩০ লক্ষতে এবার মেগা নিলামে তাঁকে কেনে বেঙ্গালুরু। এর আগেও কোহলির সঙ্গে মশকরায় জড়ান তরুণ ক্রিকেটার। একদিন ড্রেসিংরুমে বিনা অনুমতিতে স্টার ক্রিকেটারের ব্যাগ থেকে সুগন্ধি বের করে ব্যবহার করেন। যা দেখে চমকে যায় সকলে। যদিও বিরাট ক্ষুব্ধ হননি। হেসে বিষয়টিকে উড়িয়ে দেন। তরুণ ক্রিকেটারের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে কোহলির।