আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। শাপমুক্তি ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।‌ পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল জেতে আরসিবি। ১৮ বছর পর ট্রফির খরা কাটে কোহলির। স্বভাবতই আবেগে ভাসেন তারকা ক্রিকেটার। চতুর্থ প্রচেষ্টায় সফল হয় আরসিবি। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে ওঠা সত্ত্বেও অধরা ছিল ট্রফি। অবশেষে সেই খরা কাটে। জয়ের পর তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনুষ্কা শর্মাকে ধন্যবাদ জানান বিরাট। জানান, এই দিনটির অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রীও। কোহলি বলেন, 'পর্দার পেছনে অনেক কিছু হয়। আমাদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। মানসিকভাবে অনুষ্কাকেও অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাকে হতাশ হতে দেখেছে। প্রায় প্রত্যেক ম্যাচে ও আসে। বেঙ্গালুরুর সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছে। তাছাড়া ও বেঙ্গালুরুর মেয়ে। ও খুবই গর্বিত হবে।'

যে বছর আইপিএল শুরু হয়, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন কোহলি। তবে তখন তরুণ ক্রিকেটারকে গ্রহণ করতে তৈরি ছিল না ক্রিকেট বিশ্ব। তাঁকে আপন করে নিতে কিছুটা সময় লাগে। কিন্তু আইপিএলের অভিষেক বছর থেকেই আরসিবিতে খেলছেন বিরাট। টানা ১৮ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। বেঙ্গালুরুর প্রতি আনুগত্য ছিল কোহলির। ফ্র্যাঞ্চাইজির একটানা ব্যর্থতার পরও কোনওদিন দল ছাড়ার কথা ভাবেননি। বাংলায় একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। এই প্রবাদটি কোহলির ক্ষেত্রে আজ খুবই প্রযোজ্য।