আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি বনাম বরুণ চক্রবর্তী দ্বৈরথে এগিয়ে কে? যারা মোটামুটি আইপিএল দেখেন, তাঁদের এই উত্তর জানা। অবশ্যই কিং কোহলি। কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার পরিস্থিতি একটু আলাদা। ইংল্যান্ড সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল বরুণ চক্রবর্তী। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। সুতরাং এবার কোহলি-বরুণ ডুয়েল নিঃসন্দেহে আরও উপভোগ্য হবে। তাও আবার শুরুতেই ঘরের মাঠে। ইডেনের পিচ থেকে সাহায্য পায় স্পিনাররা। প্রথম ম্যাচেই জমে উঠবে দ্বৈরথ। যার অধির অপেক্ষার কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার। বরুণ বলেন, 'আমি বিরাটকে বল করার অপেক্ষায়। খুবই উত্তেজিত। ও এতদিন আমার বিরুদ্ধে ভাল ব্যাট করেছে। এবার ওর বিরুদ্ধে ভাল বল করতে চাই।' 

পরপর দুটো সিরিজে সফল। মনোবল তুঙ্গে। এই অবস্থায় আইপিএল খেলতে নামবেন। স্বাভাবিকভাবেই অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে নাইটদের রহস্য স্পিনারের দাবি, পরিস্থিতি বিশেষ পার্থক্য গড়ে দেবে না। বরুণ বলেন, ' আত্মবিশ্বাসের বিষয়টা অন্যরকম। প্রত্যেক টুর্নামেন্টে শূন্য থেকে শুরু করতে হয়। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলেছি। তবে আইপিএল সম্পূর্ণ ভিন্ন টুর্নামেন্ট। আমি জানি কতটা চ্যালেঞ্জ আসতে চলেছে। আমাকে প্রস্তুত থাকতে হবে।' গতবছর আইপিএলের আগে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, এবারও একইভাবে এগোতে চান বরুণ। তবে এবার দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। নেই গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে যোগ দিয়েছেন ডোয়েন ব্রাভো। তবে পরিবর্তন নিয়ে বিশেষ ভাবতে চান না কেকেআরের স্পিনার। বরুণ বলেন, 'প্রত্যেক বছর কিছু না কিছু পরিবর্তন হবেই। চ্যাম্পিয়ন হলেও নিলামে কিছু বদল হয়ই। কোর গ্রুপ বদলে যায়। তবে ম্যানেজমেন্ট আগেরবারের ন'জনকে ধরে রাখতে পেরেছে। কোচিং স্টাফেও কিছু পরিবর্তন হয়েছে। সবাই খুবই ভাল। সকলের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি। আশা করছি প্রথম ম্যাচ থেকেই আমরা ছন্দ ধরে রাখতে পারব।' 

আরসিবির ব্যাটিংয়ের প্রশংসা করেন নাইটদের রহস্য স্পিনার। তবে পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভার, সব জায়গায় বল করতে তৈরি। তবে জানান, এই বিষয়ে অজিঙ্ক রাহানের সঙ্গে কথা হয়েছে তাঁর। পছন্দের সময় এবং পরিস্থিতি কেকেআরের অধিনায়ককে জানিয়েছেন। এই প্রসঙ্গে বরুণ বলেন, 'এই পর্যায় কোনও প্রতিপক্ষই সহজ নয়। সবাই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আরসিবির ব্যাটিং ভাল। তবে আমার হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে। পাওয়ার প্লেতে, মাঝের ওভারে বা ডেথে, যেকোনও  সময় বল করার জন্য তৈরি। সেটা নিজের ওপর নির্ভর করে না। অধিনায়ক যখন চাইবে, আমাকে বল করতে হবে। আমি তার জন্য তৈরি। এবার নতুন অধিনায়ক। আমি কোন সময় সবচেয়ে কার্যকরী এই বিষয়ে আমার সঙ্গে ওর কথা হয়েছে।' শেষমুহূর্তে নিয়মে পরিবর্তন করেছে বিসিসিআই।‌ বলে লালার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। তবে এটা খুব বেশি পার্থক্য গড়বে বলে মনে করেন না বরুণ। জানান, শিশিরের সময় কিছুটা সাহায্য পেতে পারে স্পিনাররা। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু শনিবাসরীয় ইডেনে শূন্য থেকে শুরু করতে তৈরি বরুণ।

ছবি: অভিষেক চক্রবর্তী