আজকাল ওয়েবডেস্ক: আবার টিভির পর্দায় ফিরল ভাইরাল 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড' মুহূর্ত। লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস ম্যাচের লাইভ সম্প্রচারে এমন মন্তব্য করেন সুনীল গাভাসকর। লখনউয়ের ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করা মাত্র চটে যান কিংবদন্তি। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহসিন খান। এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি মায়াঙ্ক যাদব। ম্যাচ শুরুর আগে গাভাসকরকে জিজ্ঞেস করা হয়, প্রধান বোলারদের অনুপস্থিতিতেই কি আগ্রাসী ব্যাটিং স্টাইল অবলম্বন করেছে লখনউ? তাতেই রেগে যান সানি। সরাসরি ঋষভ পন্থকে কটাক্ষ করেন। গাভাসকর বলেন, 'এই প্রশ্ন একটু আগে করলে ভাল হত। কারণ আমি ঋষভ পন্থের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করতাম এই কারণে তোমরা এমন খেলছো কিনা। হয়তো ও বলত, স্টুপিড, স্টুপিড, স্টুপিড প্রশ্ন। নিকোলাস পুরান এবং মিচেল মার্শ আক্রমনাত্মক ক্রিকেটার। ওদের স্বাভাবিক খেলাই এরকম। ওরা এইভাবেই খেলে এবং সেটা দেখতে ভাল লাগে। তারপর ঋষভ আছে। ওদের ব্যাটিং ভালই। প্রধান বোলাররা না থাকায় বড় রান তুলতেই হবে। যাতে বাকি বোলাররা ম্যাচ জেতানোর সুযোগ পায়।' 

মোট তিন ম্যাচের মধ্যে দুটোতেই হার লখনউয়ের। এদিনও রান পাননি পন্থ। পরপর তৃতীয় ম্যাচে ব্যর্থ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। মাত্র ২ রান করেন পন্থ। টেকেন মাত্র ৫ বল। ম্যাক্সওয়েলের বলে শর্ট ফাইন লেগে চাহালের হাতে ধরা পড়েন। ঘরের মাঠে প্রথম ম্যাচেই হার সঞ্জীব গোয়েঙ্কার দলের। লখনউকে ৮ উইকেটে হারায় পাঞ্জাব।