আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে কেন তিনিই সেরা স্পিনার আরও একবার তার প্রমাণ দিলেন যুজবেন্দ্র চাহাল। কেকেআরের জেতা ম্যাচ কেড়ে নেন তারকা স্পিনার। মঙ্গলবার মুল্লানপুরে নাটকীয় ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব। চার উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচে ফেরান। চাহালের এই ম্যাচ উইনিং বোলিংয়ের পর চুপ থাকতে পারেননি মাহভাশ। ইনস্টাগ্রামে তারকা স্পিনারের প্রশংসা করেন আরজে এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ব্যক্তিত্ব। মাহভাশ লেখেন, 'সাংঘাতিক প্রতিভাবান! যথাযত কারণেই আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। অসম্ভব!'
তাঁদের সম্পর্কের গুঞ্জনের মধ্যে তাঁর পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ম্যাচের নাটকীয় পরিণতি সবাই দেখেছে। তারমধ্যে মাহভাশের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, জনপ্রিয় আরজের সঙ্গে নির্ঘাত সম্পর্কে জড়িয়েছেন চাহাল। কারণ প্রায়শই তাঁকে পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে দেখা যাচ্ছে। শ্রেয়স আইয়ারের দলের সাফল্যে একাধিকবার উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মাহভাশকে। চাহালের চর্চিত বান্ধবীকে তাঁর সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে। যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তারকা স্পিনার। বিবাহ বিচ্ছেদের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মাহভাশের নাম ভেসে উঠেছে। কিন্তু তেমনভাবে প্রকাশ্যে চাহালকে নিয়ে মন্তব্য করতেন না আরজে। চাহালের ডিভোর্সের পর থেকেই বিভিন্ন পোস্টের মাধ্যমে বন্ধুত্ব প্রকাশ্যে আনে দু'জন। যদিও সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্টে সম্পর্কের কথা অস্বীকার করেন মাহভেশ। জানান, তিনি সিঙ্গল।
